মাহমুদের বাংলা ব্লগ

আমার ব্যক্তিগত ব্লগে স্বাগতম

হাই, আমি সিয়াম মাহমুদ চৌধুরী – একজন ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার। আপনাদের যারা আমাকে ইতোমধ্যেই চেনেন, তাদের আমার বাংলা ব্লগে স্বাগতম জানাচ্ছি; আর যারা এখনো আমাকে চেনেন না, তারা নিচের বাটনে ক্লিক করে আমার সম্পর্কে আরো জানতে পারেন।

smchowdhurybd-mahmudstechdiary-face-with-cap

এই ব্লগের শুরুটা যেভাবে…

আমার স্বল্প জ্ঞানে আমি টেকনোলজি সম্পর্কে যতটুকু জানি, বাংলা ভাষা-ভাষীদের কাছে সেটুকু পৌঁছে দেবার জন্য একটি বাংলা ব্লগ বানানোর প্রয়োজনীয়তা অনেকদিন ধরেই উপলব্ধি করছিলাম আমি মনে মনে। সেই উপলব্ধি থেকেই মূলত এই ব্লগের শুরু। এছাড়াও, আমার নিজের কাজের সময় দরকার হয় – এরকম অনেক রিসোর্স আছে, যেগুলোর কথা কাজ শেষে অনেক সময় ভুলে যাই; পরে প্রয়োজনের সময় আবার খোঁজ করা লাগে এদিক সেদিক – যা আসলেই অনেক বিরক্তিকর। ভাবলাম এই ব্লগটা থাকলে, নিজের প্রয়োজনের জিনিস প্রয়োজনের সময় খুঁজে পেতেও কষ্ট হলো না; আবার আমার ব্লগ দিয়ে অন্যে অনেকে যারা আমার ফিল্ডে কাজ করেন, তাদেরও কিছু উপকার যদি হলো, ক্ষতি কি?

শুরু করি করি করেও করা হয়ে উঠছিল না সময়ের অভাবে। নিজের ক্লায়েন্টের কাজ করা, CodesFreak – এর স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া, পরিবারকে সময় দেয়া, নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দেয়া – সব মিলিয়ে আসলেই খুব পেরেশানির মধ্যে ছিলাম; কিন্তু এই ব্লগটা বানানোর চিন্তা সব সময় মনে মনে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিলো, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম।

এই ব্লগটি মূলতঃ ২ ধরনের টপিকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছেঃ

০১) ওয়েব প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট,
০২) ডিজিটাল মার্কেটিং এবং এফিলিয়েট/সিপিএ মার্কেটিং,
০৩) এথিক্যাল হ্যাকিং

এই ব্লগে আমি চেষ্টা করেছি, এই ৩ বিষয়ের উপর স্টেপ বাই স্টেপ আর্টিকেল/ভিডিও টিউটোরিয়াল/পডকাস্ট – এর মাধ্যমে বিস্তারিত গাইডলাইন তুলে ধরার। এছাড়াও, নিজের বা, সংগৃহীত পছন্দের কিছু বিষয় ব্লগে রেখেছি আমি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি

Start a Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started