
Notes of English Grammar – A Journey to English Written Skill Development
ইংরেজিতে যাদের দুর্বলতা আছে, তাঁদের জন্য ব্লগে লেখা শুরু করলাম।
একদম বেসিক টু এডভান্স লেভেল পর্যন্ত এখানে আলোচনা করার চেষ্টা করবো, ঈন শা আল্লাহ্।
উল্লেখ্য, এই পোস্টগুলো নোট (as Study Materials) আকারে পাবলিশ করা হচ্ছে, তাই এখানে অপ্রাসঙ্গিক কোনো কথা বলা হচ্ছে না বা, প্রোফেশনাল ব্লগ আর্টিকেলের মতো ২ শব্দের কথাকে ১০০ শব্দে টেনে লম্বা করা হচ্ছে না; যেখানে যতটুকু লিখলে একজন শিক্ষার্থী মূলভাবটুকু বুঝে নিতে পারে, সেখানে সেটুকুই লেখার চেষ্টা করছি আমি। যখন মেইন গ্রামার সাইডগুলো কাভার করবো, সেই সময় আমার চেষ্টা থাকবে ব্লগ পোস্টগুলোর সাথে ভিডিও আকারে আলোচনা করে দেবার, ঈন শা আল্লাহ্।
এই ব্লগ পোস্টগুলো সম্পূর্ণ বাংলায়, সম্পূর্ণ ইংরেজিতে কিংবা, বাংলা আর ইংরেজি মিক্স করেও লেখা হতে পারে প্রয়োজন মাফিক। বেসিক ভোকাবুলারী ক্লিয়ার থাকলে যে কেউ নিয়মিত ব্লগ পোস্ট গুলো ফলো করলে উপকার পাবেন ঈন শা আল্লাহ্। সাথে ডিকশোনারী নিয়ে বসে পড়লে আশা করি ইংরেজিতে দুর্বলতা খুব দ্রুত কেটে যাওয়া শুরু হবে, ঈন শা আল্লাহ্।
I have gathered my latest and greatest tips, resources, and read about English Grammar one by one in this website through the blog posts.
You’ll find so much goodness all in one place on this page!
Happy Journey with me…
